চরফ্যাশনে বিএনপি নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে ছাত্রদল কর্মীরা

27/09/2013 2:55 pmViews: 16

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৭ সেপ্টেম্বর ॥ ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: শহীদ মিয়াসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে ছাত্রদল কর্মীরা। শুক্রবার সকালে  উপজেলার শশী ভূষণ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার শশীভূষণ বাজারের একটি ঘর ভিটা নিয়ে জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: শহীদ মিয়া’র ভাগিনা সেলিমের সাথে ছাত্রদল নেতা আবুল ফাতাহার বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ফাতহার নেতৃত্বে ছাত্রদল কর্মীরা ইউনিয়ন বিএনপির সভাপতি আ: শহীদ’র শশীভূণ বাজারস্থ বাড়ীর সামনে  হামলা চালিয়ে  এলাপাতারি কুপিয়ে শহিদ ও তার স্ত্রী শাহানা এবং ভাগিনা সেলিমকে কুপিয়ে আহত করে। স্থানীরা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জরেজাউল করিম শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার সময় জানান, এখন পর্যন্তকোন অভিযোগ পাইনাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply