চরফ্যাশনে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ১ আহত ৪

27/10/2013 7:05 amViews: 7

bhola mepভোলা সংবাদদাতা: ভোলার চরফ্যাশন উপজেলার মুখারবান্দা খাদ্যগুদামের সামনে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমখি সংঘর্ষের ঘটনায় টেম্পুচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই টেম্পুর আরও চার যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত টেম্পু চালকের নাম রফিজল ইসলাম (৩৫)। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তাদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির নিজস্ব যাত্রীবাহী বাস ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে আসলামপুর ইউনিয়নগামী ওই টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টেম্পুচালক রফিজল ইসলাম নিহত হন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত টেম্পুযাত্রীদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতরা উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা।

Leave a Reply