চরফ্যাশনে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু
চরফ্যাশন সংবাদদাতা : চরফ্যাশনে বাসের চাপায় আয়াতুন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধার ৭ টার দিকে চরফ্যাশন-ভোলা সড়কের জনতা বাজারের কাছে রাস্তা পারা পারের সময় মা পরিবহন নামের চরফ্যাশন গ্রামী একটি বাসের চাপায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে । নিহত আয়াতুননেছা উপজেলার ওমর পুর গ্রামের হাবিবুর রহমান’র স্ত্রী।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার প্রথম বাংলাকে জানান, বুধবার সন্ধার ৭ টার দিকে চরফ্যাশন-ভোলা সড়কের জনতা বাজারের কাছে রাস্তা পারা পারের সময় চট্রগ্রাম –ব ০-০৫০০৫ মা পরিবহন নামের চরফ্যাশন গ্রামী বাস আয়াতুননেছাকে চাপা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন । থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে ।