চরফ্যাশনে দু’ জামায়ত কর্মী আটক
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনে মাও: রুহুল আমিন (৩৮) ও হাফেজ মো: ইয়াছিন (২০) নামের দু’ জামায়াত কর্মীকে আটক করেছেন চরফ্যাশন থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চরফ্যাশন সদর রোডের হাসপাতাল মোড় থেকে আটক করা হয়। আটক কৃত রুহুল আমিন উপজেলার নুরুল আমিন গ্রামের আলী আহম্মেদেরছেলে নীল কমল ইউনিয়ন জামায়াতের আমির। ইয়াছিন উপজেলার ওমর পুর গ্রামের ইব্রাহীম’র ছেলে আসলাম পুর ইউনিয়ন জামায়াতের আমির।
চরফ্যাশন থানা উপ পরিদর্শক মিজানুর রহমান প্রথম বাংলাকে জানান, বৃহস্পতিবার সকালে সদর রোডের হাসপাতাল মোড়ে মিছিলের প্রস্তুতি নিলে যুবলীগের কর্মীরা তাদের আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ সেখান থেকে তাদের আটক করেন।