চরফ্যাশনে ডরপের ওয়াশ প্লাস প্রকল্পের অর্থ লোপাটের আশংকা

21/09/2013 3:31 pmViews: 25

চরফ্যাশন প্রতিনিধি : ইউএস আইডির অর্থায়নে ওয়াটার এইড বাংলাদেশ এনজিওর কারিগরি সহয়তায় বে-সরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর (র্ডপ) বাস্তবায়নে ওয়াশ প্লাস প্রকল্পের মেয়াদ ৬ মাস অতিক্রম হলেও এখন কার্যক্রম কোন আলোর মুখ দেখেনি। চরফ্যাশন উপজেলা পরিষদে অবহিত করণ সভায় বরাদ্ধের তথ্যসহ অনেক তথ্যই অবগতি করতে পারেনি কর্তৃপক্ষ। এতে বরাদ্দের সিংহভাগ অর্থ লোপাটের আশংকা করছেন এলাকার সচেতন মহল।
সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার মোট ৮টি ইউনিয়নে এড্রেসিং ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) ইন সাউথ ওয়ের্ষ্টান বাংলাদেশ নামক প্রকল্প নিয়ে ডরপের বাস্তবায়নে কার্যক্রম শুরু হয় ১লা এপ্রিল/১৩ থেকে। প্রকল্পের মেয়াদের ৬মাস অতিক্রমের পরে সবেমাত্র গত ১৯ সেপ্টেম্বর/১৩ তারিখে উপজেলা পরিষদ চত্বরে অবহিত করণ সভার আয়োজন করা হয়েছে।
উপজেলার আমিনাবাদ, এওয়াজপুর,চরমানিকা, ওসমানগঞ্জ, ঢালচর,কুকরী মুকরী, রসুলপুর ও হাজারীগঞ্জ ইউনিয়নে রয়েছে এই প্রকল্পের কার্যক্রম। ইউনিয়ন সুপারভাইজার ৮টি ইউনিয়নে ৮ জন,ইউনিয়ন ফ্যাসিলিটেটর ৮টি ইউনিয়নের ৩ জন করে মোট ২৪জন এবং ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি সেস্বাসেবক প্রতি ওয়ার্ডে ২জন করে ৭২টি ওয়ার্ডে ১৪৪জনসহ মোট ১৬৮জন জনবহুল নিয়ে এই কার্যাক্রম করবে বলে উপজেলা ডরপের কমিনিউটি ডেভেলপমেন্ট অফিসার প্রতিভা বিকাশ সরকার জানিয়েছেন। বে-সরকারি সংস্থা ডরপ চরফ্যাশনে ৮টি ইউনিয়নে দারিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের নিরাপদ পানি সরবরাহ,স্যানিটেশন সুবিধার অভিগম্যতা ও উন্নত স্বাস্থ্য বিধি অভ্যাস চর্চা বৃদ্ধির শ্লোগান দিয়ে নামলেও এই প্রকল্পের জন্যে কত টাকা বরাদ্দ হয়েছে অবহিত করণ সভায় তা প্রকাশ করা হয়নি। তথ্য আইনের বৃত্তিতে অহহিত করণ সভায় সিটিজেন সার্টারে সকল তথ্য থাকার কথা থাকলেও ডরপের অফিসে গিয়ে এমন তথ্য পাওয়া যায়নি। শরীফ পাড়ায় ডরপের অফিস কার্যালয় গিয়ে কমিউনিটি অফিসার প্রতিভা বিকাশ সরকার’র সাথে কথা হলে তাদের কাছে বরাদ্ধের তথ্য নেই বলে জানান,
এ ব্যপারে ডরপের চরফ্যাশন উপজেলা ম্যানেজার জাকির হোসেনের সাথে আলাপ কালে তিনি জানান, এটি আমিকান সরকারের অর্থায়নে দেয়া প্রকল্প বরাদ্দ ভেঙ্গে ভেঙ্গে দেয়া হয় বরাদ্দের পরিমান অফিসে গিয়ে না দেখে বলাতে পারবোনা। অবহিত করণ সভার ৩দিন অতিক্রম হলেও জাকির হোসেন বরাদ্দের পরিমান দিতে পারেননি। তিনি আরো বলেন, আমাকে নোমান সাহেব ফোন দিয়েছে তথ্য দেয়ার জন্যে টাকা এখনও ছাড় করা হয়নি প্রয়োজনে নোমান সাহেব সংবাদ সম্মেলন করে সকল তথ্য দিয়ে দিবে।

এ প্রসংঙ্গে ডরপের নির্বাহী পরিচালক নোমান’র কাছে জানতে চাইলে তিনি তথ্য না দিয়ে বলেন, এক সময় তিনি এসে সংবাদ সম্মেলন করে তথ্য জানাবেন।
স্থানীয়দের ধারনা প্রকল্পের মেয়াদ ৬মাস পার হয়ে গেছে কার্যক্রমের কোন খবর নেই। প্রকল্পের কাজ না করে কাগজে কলমে প্রকল্পের বাস্তবায়ন করে সিংহভাগ অর্থ আত্মসাত করবে।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের চরফ্যাশন উপজেলা কমিটি গঠন

Leave a Reply