চরফ্যাশনে জমি নিয়ে সংঘর্ষ : নিহত ১

02/12/2013 6:11 pmViews: 11

চরফ্যাশন সংবাদদাতা :  জমি জমা নিয়ে সংঘর্ষে ভোলার চরফ্যাশনের ওসমান গঞ্জ ইউনিয়নের  উত্তর ফ্যাশন গ্রামে   আলাউদ্দিন (৩২) নামের এক  ব্যাক্তি নিহত হয়েছে।

সোমবার সন্ধায়  বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলাউদ্দিন উপজেলার উত্তর ফ্যাশন গ্রামের ফজল মেস্তরীর ছেলে।

ওসমান গঞ্জ ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন জানান, সোমবার সকালে  ফজলমেস্তরী গংদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী  তরাশ ও মিজি গ্রুপের সাথে সংঘর্ষে  দুগ্রুপের ৪ জন আহত হয়। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিন’র অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশালশেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধার দিকে তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাশার ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখোনো তিনি কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply