চরফ্যাশনে ছাত্রদল নেতার উপর হামলা, ঘর ভাংচুর
চরফ্যাশন, ২৯সেপ্টেম্বর, প্রথম বাংলা ॥ ভোলার চরফ্যাশনের রসুল পুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফাতহার উপর হামলা চালিয়ে তার শশীভূষণ বাজারের একটি দোকান ঘর ভাংচুর করে ঘরের মালামাল লুট করেছে প্রতিপক্ষরা। জাহান পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ:শহীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুক্রবার সকালে এ হামলা চালায়।
স্থানীয়রা জানায়, উপজেলার শশীভূষণ বাজারের একটি ঘর ভিটার সীমনা নিয়ে জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: শহীদ মিয়া’র ভাগনি জামাই সেলিমের সাথে রসুলপুর ইউনিয়ন ছাত্রদল’র সাংগঠনিক সম্পাদক আবুল ফাতহার সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে জাহান পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: শহীদ’র নেতৃত্বে তার ভাগিনি জামাই সেলিমসহ এক দল সন্ত্রাসী শশীভূষণ বাজারে আবুল ফাতহার উপর আর্তকিত হামলা চালিয়ে ফাতহাকে গুরুতর আহত করে তার শশীভূষণ বাজারস্থ একটিদোকান ঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। ফাতহার আহত হওয়ার সংবাদ পেয়ে তার ছোট ভাই রাজিব (১৪) শশীভূষণ বাজারে এলে শহিদ ও তার স্ত্রী শাহানা খানম রাজিবের বুকে পাড়া দিয়ে গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হসপাতালে ভর্তিকরে।
এদিকে শহীদ তার উপর ছাত্র দল কমীরা হামলা করেছে বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে বলে আবুল ফাতহার পরিবার অভিযোগ করেন