চরফ্যাশনে এক সংখ্যালগু বৃদ্ধাকে পানিতে ডুবিয়ে হত্যা

01/11/2013 7:07 pmViews: 17

1381984825চরফ্যাশন (ভোলা)  সংবাদদাতা : ভোলার চরফ্যাশনে মনিন্ড কুমার দাস (৮৫) নামের এক বৃদ্ধকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
শুক্রবার  রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার  আলীগাও গ্রামের শ্যাম সুন্দর হাওলাদারের বাগানের ডোবার  মধ্যে থেকে  থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।
শনিবার লাশ ময়না তদন্তের জন্য ভোলা মগের্ প্রেরণ করা হবে।
নিহত  মুনিন্ড উপজেলার উত্তর ফ্যাশন গ্রামের মৃত গুরু দাসের ছেলে।
স্থানীয় কর্তার হাট বাজার ব্যবসায়ী ও নিহতের ভাতিজা সঞ্জয় দাস জানান, শুক্রবার সন্ধ্যার পর মনিন্ড কুমার দাস বাড়ী যাওয়ার পথে দুর্বৃত্তরা পানিতে ডুবিয়ে হত্যা করে আলীগাও গ্রামের শ্যাম সুন্দর হাওলাদারের বাগানের ডোবার মধ্যেফেলে যায়। রাত ১০ টার দিকে পরিবারের লোকজন জানতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ রাত সাড়ে ১২ টার দিকে  লাশ উদ্ধার করেন।
পারিবারিক ধারণা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
চরফ্যাশন থানার উপ পরিদর্শক শফিক আহম্মেদ ঘটনার সততা স্বীকার করে বলেন, লাশ শনিবার ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে কেউ থাকে হত্যা করেছে।

Leave a Reply