চরফ্যাশনে এক যুবককে কুপিয়ে হত্যা

02/12/2013 12:15 pmViews: 16

ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশনে  মনির (২০) নামের এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধায় শশীভূষণ থানা পুলিশ উপজেলার চর হাসিনা গ্রামের একটি কেওড়া বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহত মনির  উপজেলার শশীভূষণ থানার ওমরাবাজ গ্রামের নসু ব্যাপারীর ছেলে।

জাহান পুর ইউপি চেয়ারম্যান আলী আকবর ফরাজী জানান, সোমবার বিকেলে স্থানীয়রা চর হাসিনা কেওড়া বাগানে লাশ দেখতে পেয়ে তাকে জানান, বিষয়টি থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ সন্ধায় ঘটনাস্থলথেকে লাশ উদ্ধার করেছেন। নিহতের শরীরে ২৪ টি কোপের চিহৃ রয়েছে। তবে তাকে বা কারা কি কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি ।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক মাহমুদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

Leave a Reply