চরফ্যাশনে আ’লীগের লাঠি মিছিল
ভোলা সংবাদদাতা: ভোলার চরফ্যাশনে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লাঠি মিছিল ও মটর সাইকেলের মহড়া দিয়ে শোডাউন করেছেন।
শুক্রবার সকাল ১০ টার দিকে চরফ্যাশন সদরে এশোডাউন করেন আ’ লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ,সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, তরুনলীগ’র কর্মীরা।
শোডাউনের মধ্য দিয়ে তার রাজপথ দখলে নিয়েছেন ।
এদিকে দক্ষিণ আইচা ও শশীভূষন থানা সদরে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শোডাউন করেছেন । শশীভূষনে তৈরী করেছেন মঞ্চ। এ মঞ্চে নেতা কর্মীরা ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন এবং গান পরিবেশন করছেন।
আ’লীগ কর্মীরা রাজপথে অবস্থান নিলেও বিএনপির অবস্থান নেই । বিএনপির কর্মসূচি না থাকায় চরফ্যাশনের রাজপথ শান্ত রয়েছে। বিএনপি কর্মসূচি দিলে চরফ্যাশনের রাজ পথ উত্তপ্ত হয়ে সহিংসতায় রুপ নিতে পারে এমন আশঙ্খা চরফ্যাশন বাসীর।