চরফ্যাশনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

02/12/2013 6:05 pmViews: 19

charfassion mpচরফ্যাশন: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে  ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৪ আসনের  মনোনয়নপত্র  দাখিল করেছেন।  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএ হাসিব মান্নান।
সোমবার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রেজাউল করিমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)’র মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদনীন আখন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, মেয়র আবদুস সালাম, এডিশনাল পিপি এডভোকেট আমিরুল ইসলাম সরমান, চেয়ারম্যান হাসেম মহাজন ও  মোহাম্মদ হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্রসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

Leave a Reply