চরফ্যাশনে অজ্ঞাত এক মহিলা লাশ উদ্ধার
চরফ্যাশন, ৬ অক্টোবর, প্রথম বাংলা টুয়েন্টি ফোর ডটকম ॥ ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ৫ নং ওয়ার্ডের আলমগীর মেম্বারের বাড়ির পার্শ্বে ধান ক্ষেত থেকে অর্ধগলিত মধ্যবয়সী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার সকাল পোনে ১০টার দিকে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাশার প্রথম বাংলা টুয়েন্টি ফোর ডটকমকে জানান, স্থানীয়রা সকালে ধান ক্ষেতের মধ্যে লাশ দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ধান ক্ষেত থেকে সেলোয়ার কামিজ পড়া মধ্য বয়সী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।