চরফ্যাশনের সাগর মোহনায় ৩ ট্রালারে ডাকাতি

27/09/2013 2:49 pmViews: 6

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৭ সেপ্টেম্বর ॥ ভোলার চফ্যাশনের দক্ষিণ উপকূলের সাগর মোহনায়  ৩ টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুদের হামলায় ৫ জেলে আহত হয়েছে। জলদুস্যরা এসব ট্রলার থেকে মাছ,জাল লুট করে নিয়ে যায়।
গত বৃহস্পতিবার রাতে কুকুরী-মুকুরীর মনুরারচর ও চরপাতিলা এলাকার মেঘনায় এই ডাকাতির ঘটনা ঘটে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Leave a Reply