চরফ্যাশনের মেঘনায় জেলেদের সংঘর্ষ, আহত ২০
ভোলা সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনের মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জেলে আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জেলেকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে আহত জেলেরা জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চরফ্যাশনের ঢালচরের পূর্বের চরের মেঘনায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেরা জানান, নুরাবাদ এলাকার রফিক মাঝি ভোর ৫টার দিকে ঢালচরের পূর্বের চরের মেঘনায় জালপাতে, ওই একই স্থানে নিলকমলের অজিউল্যাহ মাঝি ও ঢালচরের আলি হোসেন মাঝি জাল পাতা শুরু করলে ৩টি ট্রলারের জেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ২০ জেলে আহত হয়েছে।
মেঘনায় মাছ ধরা অন্য ট্রলারের সহায়তায় জেলেরা গুরুতর আহত জেলে সবুজ (২৫), হাসিম (৩২), সুফিয়ান (২৮), জাকির (২৫), অলিউদ্দিন (৩১), ফয়জুল ইসলাম (২৭), আ. আজিজ (২৬), কামরুল (৩১), জাহাঙ্গীর (৩০), লোকমান (২৪), আওলাদকে (৩২) উদ্ধার করে।
ঢালচরের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আ. রহিম জানান, সংঘর্ষের ঘটনা কেউ যানায়নি।