চরফ্যাশনের ঢালচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ক্লোজড
চরফ্যাশন, ২৮সেপ্টেম্বর, প্রথম বাংলা টুয়েন্টি ফোর ডটকম ॥ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আউয়ালকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার রাতে ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান তাকে ক্লোজড করে ভোলা পুলিশ লাইনে পাঠিয়েছেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রথম বাংলা টুয়েন্টি ফোর ডটককে জানান, স্থানীয় রাজনৈতিক নেতাদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে এস আই আউয়ালকে শুক্রবার রাতে ভোলার পুলিশ সুপার ক্লোজড করে পুলিশ লাইনে পাঠিয়েছেন।
ভোলার পুুলিশ সুপার মনিরুজ্জামান প্রথম বাংলা টুয়েন্টি ফোর ডটককে জানান, রির্জাভ ফোর্সের সাথে র্দুব্যবহার করার কারণে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আউয়ালকে কেøাজড করা হয়েছে।
ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আউয়াল প্রথম বাংলা টুয়েন্টি ফোর ডটক কে জানান, ডাকাতের প্রতি যুদ্ধ ঘোষণা করায় ডাকাতদের পৃষ্টপোষক স্থানীয় রাজনৈতিক নেতাদের চক্ষুসুল হওয়ার কারণে তার ক্লোজড হয়েছে।