চবিতে সাংবাদিককের ওপর ছাত্রলীগের হামলা

01/05/2016 11:57 amViews: 7
চবিতে সাংবাদিককের ওপর ছাত্রলীগের হামলা
 
চবিতে সাংবাদিককের ওপর ছাত্রলীগের হামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে চবি ছাত্রলীগের কর্মীরা। আহত সাংবাদিক পেয়ার আহমেদ আফিফকে প্রাথমিক চিকিৎসার জন্য চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক দৈনিক আলোর কন্ঠের সিনিয়র রিপোর্টার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৯-১০ সেশনের মার্স্টাসের ছাত্র।
জানা যায়, ভুজপুর ছাত্র সংগঠন, ফটিকছড়ি ছাত্র ফোরামের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। রাতে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের ১০-১২ জন  কর্মী পেয়ার আহম্মদকে পার্শবর্তী দোকান থেকে জোর করে বের করে এনে এলোপাতারি কোপাতে থাকে। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শুভাশীষ চৌধুরী জানান, “ মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। অন্তত ৫টা সেলাই দিতে হয়েছে। তার ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।”
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, ‘‘ভিকটিমের কথা আমরা শুনেছি এবং তার বর্তমান অবস্থা সমন্ধে অবগত হয়েছি। এ বিষয়ে থানায় মামলা করা হলে হামলাকারী ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”
চবি স্থগিতকৃত ছাত্রলীগ কমিটির সভাপতি ও সিক্সটি নাইন গ্রুপের নেতা আলমগীর টিপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply