চবিতে ভর্তির আবেদন শুরু

07/09/2015 12:06 pmViews: 15
চবিতে ভর্তির আবেদন শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকাল থেকে মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করা যাচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১টা  পর্যন্ত। আগামী ১ থেকে ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এবার ৪৬৫৩ জন ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। এর মধ্যে ৬৫৪টি কোটাভিত্তিক আসন রাখা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:

টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে cu লিখে স্পেস, তারপর এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এইচএসসি পাসের সাল, স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এসএসসি পাসের সাল, স্পেস কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

কোটা থাকলে উপরিউক্ত তথ্যের পর কোটার কী ওয়ার্ড লিখে তারপর ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উদাহারণ : CU<>CHI <> 12345 <> 2015 <> CHI <> 123456 <> 20ll <> A <> FFQ1

এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসের মাধ্যমে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন CU<>YES<> পিন নম্বর<> আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.cu.ac.bd তে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

Leave a Reply