চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্য আহত
ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্য করাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্রমতে জানা যায়, ইরফাতুল আলম পিটু নামের এক ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের কমিটি গঠনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়। এ নিয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের ‘বিজয়’ গ্রুপের কর্মী এবং সভাপতি আলমগীর টিপুর ‘সিক্সটি নাইন’ গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া দায়িত্বপালনকালে আহত হন। পরে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ‘বিজয়’ গ্রুপ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী ও ‘সিক্সটি নাইন’ গ্রুপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাসিরের অনুসারী।
চবি ছাত্রলীগ শাখার সহ-সভাপতি ও বিজয় গ্রুপের নেতা জামান নুর অভিযোগ করে বলেন, ‘আমাদের অভিভাবক এ বি এম মহিউদ্দীন চৌধুরী ও তার ছেলে নওফেল ভাইকে নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধী পক্ষ বিভিন্ন কটূক্তি ও উসকানিমূলক কথাবার্তা বলে আসছিল। এ কারণে আমাদের কর্মীরা ক্ষিপ্ত হয়েছে।’
চবি প্রোক্টর আলী আজগর চৌধুরী জানান, ‘ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একজন পুলিশ সদস্যের আহতের খবর শুনেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ফেসবুকে স্ট্যাটাস প্রদানকারী ছাত্রলীগ কর্মী ইরফাতুল আলম পিটু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।