চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন :সভাপতি এম ছাবির আহমেদ, সা. সম্পাদক মাও .আ.কুদ্দুস।
মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার : দিনভর উৎসব-মূখর পরিবেশে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) রাত ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এরআগে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৯৯৭ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৯৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, মোট ভোট প্রয়োগের আনুপাতিক হার ৯৫ শতাংশ।
বণিক কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঘোষিত ফলাফল অনুযায়ী এই নির্বাচনে সভাপতি হয়েছেন, এম ছাবির আহম্মেদ (প্রাপ্ত ভোট ৬২৮, প্রতীক ছাতা), নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বিপ্লব (প্রাপ্ত ভোট ২৮৫, প্রতীক চেয়ার), সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুল কুদ্দুছ (প্রাপ্ত ভোট ৬৫০, প্রতীক আনারস), নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল আলম স্বপন (প্রাপ্ত ভোট ১৪৮, প্রতীক মাছ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ৫২২, প্রতীক চশমা), নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বিনতু (প্রাপ্ত ভোট ৩৬২, প্রতীক বৈদ্যুতিক পাখা), আইন বিষয়ক সম্পাদক মো. সেলিম (প্রাপ্ত ভোট ৫৩৫, প্রতীক হাতপাখা), নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনসুর আহম্মদ ভূঁইয়া (প্রাপ্ত ভোট ২৮৪, প্রতীক মটর সাইকেল) এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন, সামছুদ্দিন রাজু (প্রাপ্ত ভোট ৬১৬, প্রতীক বটগাছ), মো. জামাল পাশা (প্রাপ্ত ভোট ৪৯৮, প্রতীক কাপপিরিচ), অঞ্জন কুমার কুরী (প্রাপ্ত ভোট ৪৮০, প্রতীক মাইক), মো. গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ৪১৫, প্রতীক বালতি) ও নাজমুল হোসেন (প্রাপ্ত ভোট ৪০২, প্রতীক বাস)।
এছাড়া সহ-সভাপতি আলী করিম ও গৌতম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক নাছির খান জিল্লাল, দপ্তর সম্পাদক মো. সেলিম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, প্রতাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন- শান্তি রঞ্জন পাল ও মো. আলী হোসেন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন।