চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত দীর্ঘ যানজট চরম যাত্রী দুরভোগ
মীর হোসেন, স্টাফ রির্পোটারঃ কুমিল্লা গৌরিপুর বাসস্ট্যান্ডে উন্নয়নমূলক কাজ করায় গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগেই থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গুরুত্বপূর্ণ স্থান গৌরীপুর অনেক যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে এখানে যানজট প্রতিনিয়ত লেগে থাকে তাদের ঢাকা যাতায়াতে অনেক কর্ম ঘন্টা নষ্ট হয় গরিপুর বাস স্ট্যান্ডের জ্যামে পড়ে। অনেক অফিসগামী যাত্রী গৌরিপুর থেকে প্রতিনিয়ত ঢাকায় যাতায়াত করেন স্টার লাইনের যাত্রী আব্দুস সোবানের সাথে কথা বলে জানা গেছে এই গৌরীপুর স্ট্যান্ডে যানজটের কারণে সময় মত ঢাকায় পৌঁছানো যায় না।
সরজমিনে দেখা গেছে রাস্তার এক পাশে দীর্ঘ যানজট লেগে আছে। আবার রাস্তার পাশে অনেক লোকাল বাস যেখানে সেখানে দাড় করিয়ে রাখে যার ফলে ও অনেক যানজটের সৃষ্টি হয়, এবং স্থানীয় বাসিন্দারা ও চরম দুরভোগের শিকার হন। তাই রাস্তার কাজ দ্রæত সম্পন্ন করে যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দুরভোগ লাগব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন করেছে যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।