চট্টগ্রাম মহানগর জামায়াত সেক্রেটারি নজরুল জামিনে মুক্ত

06/05/2015 12:11 pmViews: 11

চট্টগ্রাম মহানগর জামায়াত সেক্রেটারি নজরুল জামিনে মুক্ত
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর জামায়াতর সেক্রেটারি নজরুল ইসলাম উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

ডেপুটি জেলার মনির হোসেন শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতা ও সহিংসতার অভিযোগে ১৪টি মামলায় ইতোমধ্যে জামিনে ছিলেন জামায়াত নেতা নজরুল ইসলাম। পরে গত বছর ৮ ডিসেম্বর থেকে তিনি ফের জেলগেটে আটক হয়ে একটি মামলায় হাজতে ছিলেন। সর্বশেষ ওই মামলায়ও মঙ্গলবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তাকে কারামুক্তি দেওয়া হয়।’

উল্লেখ্য, গত বছরের ১২ মে নগর জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে জামায়াতের মহানগর আমির ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ জ ম ওবায়েদুল্লাহ, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ১২ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের সন্ত্রাস বিরোধী আইনে আটক দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে গত বছরের ৮ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পেলেও ফের জেল গেট থেকে আটক হয়ে তিনি কারাগারে ছিলেন।
– See more at: http://www.sheershanewsbd.com/2015/05/06/79566#sthash.W4rGhEdV.dpuf

Leave a Reply