চট্টগ্রাম বিমান বন্দরে আধা কেজি সোনা উদ্ধার
চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশ ফেরত দুই যাত্রীকে তল্লাশী করে ৪শ ৬৭ গ্রাম (আধা কেজি) সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই বিমানের দুই যাত্রীকে তল্লাশী করে ৪টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এ সময় সোনা বহনকারী খোরশেদ আলম ও হাসিনা বেগমের পাসর্পোট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান ম-ল এ তথ্য নিশ্চিত করেছেন।