চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচ তলা ভবন

03/04/2014 7:30 amViews: 12

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচ তলা ভবন
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কামাল বাজার এলাকায় রহমান ম্যানশন ও বিথিকা নীড় নামে দুটি পাশাপাশি ভবন একটির উপর অপরটি হেলে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ও ভবনের আর্কিটেকচারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার দুই বছরের মাথায় ভবনটি হেলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

জানা গেছে, কামাল বাজারের কবির টাওয়ারে পূর্ব দক্ষিণ পাশের জলাশয় ভরাট করে বিথিকা নীড় ও রহমান ম্যানসন নামের হেলে পড়া ভবন দুটি নির্মাণ করা হয়েছে। এর পাশে নির্মাণাধীন আছে আরো একটি ভবন।

ভবন দুটির কাছে গিয়ে দেখা যায়, দুটি ভবনের মধ্যখানে নিচের দিকে প্রায় আড়াই থেকে তিন ফুট ফাঁকা থাকলেও একটি ভবন অপরটি সঙ্গে লেগে রয়েছে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

সূত্র জানায়, হেলে পড়া বিথিকা নীড়ের মালিক কয়েক বছর আগে তিন কাঠা জমি কেনেন। দুই বছর আগে এখানে তিনি পাঁচ তলা বাড়িটি নির্মাণ কাজ শেষ করেন। মালিক একটি ফ্ল্যাটে বসবাস করলেও অন্যান্য ফ্ল্যাটে ভাড়া দেয়ার অপেক্ষায় আছেন। ভবনটি হেলে পড়ার দৃশ্য দেখে ভাড়া নিচ্ছে না কেউ। অন্যদিকে রহমান ম্যানসনে রয়েছে বারোটি ভাড়াটে পরিবার।

স্থানীয়রা জানান, তাড়াহুড়া করে ভবন দুটির নির্মাণ কাজ করা হয়েছে। হেলে পড়া বিথিকা নীড়ের মালিকের ছেলে প্রবাসী লাভলু বড়ুয়া জানান, জমিটি কেনা হয়েছে তার মায়ের নামে। ভবনটির বয়স এখন দুই বছর। বিষয়টি তার বাড়ি নক্সা প্রনয়ণকারী প্রকৌশলী দীপক বড়ুয়ার কাছে জানানো হয়েছে।

প্রকৌশলী দীপক বড়ুয়া বলেন, পাশে থাকা রহমান ম্যানসনের নির্মাণ কাজের সময় বিথিকা নীড়ের ব্যাজের উপর পাঁচতলা ভবন রহমান ম্যানসনের ব্যাজ উঠিয়ে দেয়ায় এমনটি হয়েছে।

রহমান ম্যানসনের মালিকের বক্তব্য জানতে চাইলে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, মালিক বিদেশে রয়েছে। এ ব্যাপারে কেউ কথা বলবে না।

এদিকে চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ জানান, এ ধরনের কোনো খবর আমরা জানি না। তারপরও আমি খবর নিয়ে দেখছি।

Leave a Reply