চট্টগ্রামে ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক
 চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ বুডিশ্চর সম্মেলনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাব্বির হোসেন নামে এক ভুয়া এস,এস,সি পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ বুডিশ্চর সম্মেলনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাব্বির হোসেন নামে এক ভুয়া এস,এস,সি পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে গণিত পরীক্ষা চলাকলীন সময়ে তাকে আটক করা হয়।
পরীক্ষা কেন্দ্রের সচিব বাবুর কুমার দে জানান, সাব্বির এএল খান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী দিদারুল আলমের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
দিদারুল আলম গত বছর এসএসসি পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে এই বছর মানোন্নয়ন পরীক্ষা দেয়ার কথা ছিল।
 
 
















