চট্টগ্রামে ব্যাংকের নিরাপত্তারক্ষী খুন

09/05/2015 3:34 pmViews: 8

চট্টগ্রামে ব্যাংকের নিরাপত্তারক্ষী খুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. ইব্রাহীমকে (৩৪) খুন হয়েছেন। ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টি জানতে পারে। নিহত ইব্রাহীম চট্টগ্রামের চান্দনাইশ পৌরসভার আলী আহমদের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে ব্যাংকের ওই শাখায় নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন। উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান, শুক্রবার ব্যাংকের সাপ্তাহিক ছুটি থাকে। দ্বিতীয় তলার পেছনের অংশের গ্রিল কেটে ডাকাতরা বৃহস্পতিবার রাতে ওই ভবনে প্রবেশ করে ইব্রাহিমকে গলাকেটে হত্যা করে।
ব্যাংকের ব্যবস্থাপক সালামত উল্লাহ জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ইব্রাহিমের স্ত্রী তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়ার কথা জানান। আমি ব্যাংকের ল্যান্ডফোনে ও ইব্রাহিমের মোবাইলে কল দেই। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভবনের মালিককে বিষয়টি জানাই। মালিক গিয়ে ব্যাংকের ভেতর নিরাপত্তাকর্মী ইব্রাহিমের মুখে কাপড় ও কাঁথা চাপা দেওয়া দেখতে পান। রাত ৯টায় আমাকে ঘটনাটি জানানো হলে তৎক্ষণাৎ পুলিশে খবর দেই।

Leave a Reply