চট্টগ্রামে ফার্নিচার মার্কেটে আগুন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর আশকারদিঘীর পাড়ের ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুনে ১৬টি দোকানর পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া ফার্নিচার মার্কেটের পাশে প্রায় ৪০টি বস্তিঘরও পুড়ে ছায় হয়ে গেছে বলে জানা গেছে।
রবিবার ভোর ছয়টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সূচনা হয় তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১১টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের পরিচালক জসিম উদ্দিন জানান, দোকানের উপরে ছিল শো রুম আর নীচে গোডাউন। নীচে গোডাউনে থাকা স্প্রিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চতুর্দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।