চট্টগ্রামে ফার্নিচার ফ্যাক্টরিতে আগুন: নিহত ২
চট্টগ্রামে ফার্নিচার ফ্যাক্টরিতে আগুন: নিহত ২
সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে পিটুপি নামক কারখানাটিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি বলেন, কারখানার ভেতরে আটকে দুজন মারা গেছেন। আগুন লাগার পর তারা বের হতে পারেননি। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।।