চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা বিস্ফোরণ, আহত ৬

18/12/2015 6:22 pmViews: 7
চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা বিস্ফোরণ, আহত ৬
চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা বিস্ফোরণ, আহত ৬
চট্টগ্রামের নৌবাহিনীর নাবিক কলোনি মসজিদের বারান্দায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অবিস্ফোরিত ৩টি বোমা পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে সংবাদ কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। নৌবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নৌবাহিনীর হাসপাতাল এলাকার মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়। আহতদের কারো একজনের শরীরে বোমা বাঁধা ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনাস্থলে নৌবাহিনী, র‌্যাব ও পুলিশ রয়েছে।  প্রাথমিকভাবে এ বোমা বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। গোয়েন্দা সূত্র জানিয়েছে তারা এ ঘটনার জন্য জেএমবিকে সন্দেহ করছে।
সিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান ) দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন, নগরীর ইপিজেড থানার ইসা খাঁ নৌবাহিনীর কলোনির একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।  বিস্ফোরণের পরপরই সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডলসহ ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। গোয়েন্দা পুলিশের বিস্ফোরক ইউনিটও ঘটনাস্থলে রয়েছে।
এদিকে, সিএমপির বন্দর জোনের উপ কমিশনার হারুনুর রশিদ হাজারী জানিয়েছেন, মসজিদের ভিতরে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখান থেকে আরো তিনটি বোমা উদ্ধার করা হয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Leave a Reply