চট্টগ্রামে জেএমবি’র আস্তানা থেকে অস্ত্র-গুলি-সেনা পোশাক উদ্ধার
চট্টগ্রামের আমান বাজারে নিষিদ্ধ সংগঠন জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে ভারি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গুলি ও সেনাবাহিনীর পোশাকসহ তিন জেএমবি জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার জানান, হাটহাজারি থানার আমান বাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসন নামের দুই তলা বাড়ির নিচতলায় শনিবার রাত দেড়টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
তিনি জানান, গত ৫ অক্টোবর খোয়াজনগর এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যদের ব্যাপারে তদন্ত করতে গিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে নাহিম, রাসেল ও ফয়সাল নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ২৫ থেকে ২৭ হবে।
তিনি বলেন, এদের মধ্যে রাসেলের কাছ থেকে আমরা ওই আস্তানার সন্ধান পাই। পরে তাদের নিয়ে সেখানে অভিযান চালালে বিস্ফোরক, গুলি ও অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।