চট্টগ্রামে জুতার গুদামে সিন্দুকভর্তি স্বর্ণ, টাকা

26/01/2016 3:20 pmViews: 7
চট্টগ্রামে জুতার গুদামে সিন্দুকভর্তি স্বর্ণ, টাকা
চট্টগ্রামের রিয়াউজদ্দিন বাজারের বাহার মার্কেটে জুতার গুদামে অভিযান চালিয়ে স্বর্ণের বার ও টাকাভর্তি তিনটি সিন্দুক জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
সিন্দুক তিনটির মধ্যে দুটি সিন্দুক থেকে উদ্ধার করা হয় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ২৫০টি স্বর্ণের বার ও নগদ ৬০ লাখ টাকা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আকতার জানান, অনেক চেষ্টার পর তিনটি সিন্দুক খুলে দুটিতে স্বর্ণ ও নগদ টাকা পাওয়া গেলেও একটিতে কিছু পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এর আগে সোমবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ৬ষ্ঠ তলায় একটি জুতার গুদামে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশ পুরো এলাকাটি ঘেরাও করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের উপস্থিতিতে ৪ নম্বর রুমের দরজা ভেঙে প্রবেশ করে ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। এ সময় জুতাভর্তি বস্তার নিচ থেকে দুটি সিন্দুক এবং পাশের ৮ নম্বর রুম থেকে উদ্ধার করা হয় আরও একটি সিন্দুক।
সিন্দুক তিনটি খোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন গোয়েন্দা কর্মকর্তারা। পরে রাতে ৩টি সিন্দুক নিয়ে যাওয়া হয় সিএমপির কোতয়ালি থানায়। সেখানে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়ে চাবি বানানোর মিস্ত্রির মাধ্যমে সিন্দুক তিনটি খোলার পর এসব স্বর্ণের বার ও নগদ টাকা পাওয়া যায়।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সিন্দুক দুটি থেকে মোট ২৫০টি বার পাওয়া গেছে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা। এ ছাড়া এক হাজার টাকার নোটের ১০০টি বান্ডিলে ছিল ৬০ লাখ টাকা।

Leave a Reply