চট্টগ্রামে আ.লীগ-বিএনপির প্রার্থী যারা
চট্টগ্রামে আ.লীগ-বিএনপির প্রার্থী যারা
চট্টগ্রাম : প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে লড়তে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের ২০ মেয়র প্রার্থী। এদের মধ্যে শাসক দল আওয়ামী লীগ শরীকদের কোন প্রার্থী ছাড় না দিয়ে একক প্রার্থী মনোনয়ন দিলেও বিএনপি একটিতে শরীক দল এলডিপির কাছে ছেড়ে দিয়েছে। গতকাল রাতে এই দুই জোটের ২০ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রামের ১০টি পৌরসভাসহ সারাদেশে ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ বিতরণ ও জমা নেয়া হচ্ছ। তফসিল অনুযায়ী আগামীকাল ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ১৩ ডিসেম্বর।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের বৈঠকে চূড়ান্ত করা হয় চট্টগ্রামের ১০ পৌর মেয়রের প্রার্থী। চূড়ান্তভাবে মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থীরা হলেন, পটিয়ায় বর্তমান পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চন্দনাইশে মাহবুবুল আলম খোকা, সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের, বাঁশখালীতে সেলিমুল হক চৌধুরী, মিরসরাইয়ে গিয়াস উদ্দিন, বারৈয়ারহাটে নিজাম উদ্দিন চৌধুরী রাউজানে দেবাশীষ পালিত, সন্দ্বীপে বর্তমান মেয়র জাফরুল্লাহ টিটু, রাঙ্গুনিয়ায় শাহজাহান শিকদার এবং সীতাকুণ্ডে বর্তমান পৌর মেয়র নায়েক (অব.) শফিউল আলম ।
এদিকে গতকাল বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রামে বিএনপি তথা ২০ দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলার ১০ পৌরসভার নয়টিতেই একক মেয়র প্রার্থী দিলেও চন্দনাইশে শরীক দল এলডিপিকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে বিএনপির পক্ষ থেকে অন্য শরিক দল জামায়াতকে চট্টগ্রামে কোনো পৌরসভায় ছাড় দেয়া হয়নি।
বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন, মিরসরাইয়ে রফিকুল ইসলাম পারভেজ, বারৈয়ারহাটে মাইনুদ্দিন লিটন, সীতাকুণ্ডে আবুল মনছুর, সন্দ্বীপে আজমত আলী বাহাদুর, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন, রাউজানে বর্তমান মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসান, সাতকানিয়ায় রফিকুল আলম, বাঁশখালীতে কামরুল ইসলাম হোসাইনী, এবং পটিয়ায় তৌহিদুল আলম। এছাড়া চন্দনাইশ পৌরসভায় জোটের শরিক দল এলডিপির প্রার্থী বর্তমান মেয়র আইযূব কুতুবীকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে।