চট্টগ্রামের কর্ণফুলীতে সংঘর্ষে মেম্বার প্রার্থী নিহত

28/05/2016 5:18 pmViews: 10
চট্টগ্রামের কর্ণফুলীতে সংঘর্ষে মেম্বার প্রার্থী নিহত
 
চট্টগ্রামের কর্ণফুলীতে সংঘর্ষে মেম্বার প্রার্থী নিহত
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বড় উঠান ইউনিয়নে ভোট চলার মধ্যে ছুরিকাঘাতে এক মেম্বার প্রার্থী নিহত হয়েছেন। নিহত মো. ইয়াছিন (৪০) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার বেলা সোয়া একটার দিকে ইউনিয়নের শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইয়াছিন প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশ আরো জানায়, সংঘর্ষস্থল কিছুটা দূরে হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছিলেন না।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, ‘ইয়াছিনের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

Leave a Reply