ঘোড়ার গাড়িতে চড়ে নগরভবনে খোকন
ঘোড়ার গাড়িতে চড়ে নগরভবনে খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে প্রথম দিন নগরভবনে আসেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবাজার থেকে ঘোড়ার গাড়িতে চড়ে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে যান তিনি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে নগরভবনের নিচতলায় মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে সাঈদ খোকন বলেন, আমি একটি নিষ্কলুশ নগবভবন গড়তে চাই। প্রত্যেকের দল-মত থাকতে পারে। তবে আমি সবাইকে সম্মান জানাবো। এরপর মেয়রের কক্ষে গেলে বিদায়ী প্রশাসক গোলাম মোস্তফা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। তিনি বলেন, খুব শিগগির সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঘাটতি বাজেট পূরণ করে নগরবাসীর জন্য বিভিন্ন সেবা নিশ্চিত করবেন সাঈদ খোকন বলেন, আমার পিতা ঢাকার মেয়র ছিলেন। নগরবাসী আমার মধ্যে তার প্রতিচ্ছবি খুঁজে পেয়ে নগরের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। তিনি মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। আজকে আমার সময় এসেছে। এই শহরের মানুষের জন্য জীবন উৎসর্গ করব। আমার বাবা যেমন এই শহরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। সিটি করপোরেশনের ৫শ‘ কোটি টাকার বাজেট ঘাটতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘আমিও এটা শুনেছি। সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব। কীভাবে এটা কাভার করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব। ঢাকা ডায়ালগ’ হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, খুব অল্প সময়ের মধ্যে সর্বস্তরের জনগণকে নিয়ে ঢাকা ডায়ালগ হবে। ঢাকার সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করব।