‘ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাস্তাঘাট-ঘরবাড়ি দ্রুত পুনর্নির্মাণ করা হবে’

24/05/2016 6:11 pmViews: 9
‘ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাস্তাঘাট-ঘরবাড়ি দ্রুত পুনর্নির্মাণ করা হবে’
 
'ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাস্তাঘাট-ঘরবাড়ি দ্রুত পুনর্নির্মাণ করা হবে'
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সকল রাস্তাঘাট, ঘরবাড়ি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করা হবে।’
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কোন পরিবারের সদস্যকে না খেয়ে কষ্ট করতে হবে না। ঘরবাড়ি নির্মাণ না হওয়া পর্যন্ত ঘরহারা মানুষেরা সাইক্লোন সেন্টারে থাকবে, সরকারি ভাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে।’
ত্রাণমন্ত্রী মঙ্গলবার কক্সবাজার জেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন-কালে এসব কথা বলেন। কক্সবাজারের দলঘাটা ইউনিয়ন ও মাতারবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘দেশের সকল এলাকার দুর্গত মানুষকেই ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে। স্থানীয় পর্যায়ে চাহিদার তুলনায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ রয়েছে।’
পরিদর্শন-কালে মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পূর্ণ রিপোর্ট পাঠানোর জন্য কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ সময়ে মন্ত্রী ঘূর্ণি ঝড়ে ভেঙ্গে যাওয়া রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ করেন।

Leave a Reply