ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার আহবান
বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি অবিলম্বে নিখোঁজ মানুষদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণসহ জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিএনপি চেয়ারপারসন বলেন, মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এ দেশের কষ্টসহিষ্ণু মানুষ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে ওঠে নবোদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।