ঘূর্ণিঝড়ের আশংকায় জামায়াতের উদ্বেগ : দোয়া আহবান

30/07/2015 4:19 pmViews: 8

৩০ জুলাই ২০১৫,বৃহস্পতিবার


 

কক্সবাজার ও চট্টগ্রামসহ বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ বিপদ থেকে আল্লাহ যেন বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনগণকে হেফাজত করেন সে জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সবাইকে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। সমুদ্র উপকূলবর্তী জনগণের যানমালের সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে জামায়াতের নেতা-কর্মীদেরও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন। সকালে গনমাধ্যমে পাঠ^ানো এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।
তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রামসহ বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল জুড়ে ৭নং বিপদ সংকেত জারি করা হয়েছে। কক্সবাজার উপকূল থেকে চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা উপকূল পর্যন্ত ৫ নং বিপদ সংকেত জারি করা হয়েছে। সরকারের জারী করা বিপদ সংকেত মেনে চলে সকল নৌযান এবং জনগণকে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ বিপদ থেকে আল্লাহ যেন বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনগণকে হেফাজত করেন সে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং সবাইকে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি।
সমুদ্র উপকূলবর্তী জনগণের যানমালের সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জামায়াতের নেতা-কর্মীদেরও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply