ঘুষ নিয়েছেন রায়না, জাদেজা ও ব্রাভো!
ঘুষ নিয়েছেন রায়না, জাদেজা ও ব্রাভো!
২৮ জুন ২০১৫,রবিবার
আবারো আইপিএল কেলেঙ্কারি। এবার নাম উঠে এলো ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডাউনি ব্রাভোর। অভিযোগ, এই তিন ক্রিকেটারকে ঘুষ দিয়েছিলেন রিয়েল এস্টেট টাইকুন বাবা দিভান। শুধু টাকাই নয়, তাদের ফ্ল্যাটও দেয়া হয়েছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক কমিশনার ললিত মোদি নাকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন, ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তিন ক্রিকেটারের নামে। মোদি সেই চিঠিতে ওই তিন ক্রিকেটারের নাম উল্লেখ করেননি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, ওই তিনজন হলেন সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো। বলা হচ্ছে, ভারতীয় এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নিয়েছেন এই তিনজন।
ললিত মোদি
শুক্রবার শ্যাম স্বামী নামে এক ব্যক্তি টুইটারে ললিত মোদিকে উদ্দেশ করে একটি চিঠি পোস্ট করেন। সেখানেই দেখা যায়, মোদি ২০১৩ সালের জুনে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ রিচার্ডসনকে একটি ই-মেইল পাঠান। সেখানে মোদি লেখেন, তিনি আইসিসির দুর্নীতি দমন ব্যুরোকে কিছু তথ্য জানাতে চান। মোদির ওই চিঠিতে উল্লেখ করা হয়, মুম্বাইয়ের ওই বড় আবাসন ব্যবসায়ী ও বুকিকে এরই মধ্যে তিনি আইপিএল নিলাম অনুষ্ঠানে নিষিদ্ধ করেছেন। কিন্তু তারপরও তিনি চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক ও বিসিসিআইর সাবেক প্রধান শ্রীনিবাসনের মেয়ে জামাই গুরুনাথ মায়াপ্পন এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার ঘনিষ্ঠ।
তবে পুরনো এ নথি প্রকাশ সম্পর্কে শ্যাম স্বামীকে মোদি বলেন, এটা অত্যন্ত গোপনীয় নথি। এটা প্রকাশ করা ঠিক হয়নি।