ঘানায় পেট্রলপাম্পে বিস্ফোরণ : মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

05/06/2015 2:40 pmViews: 5

ঘানায় পেট্রলপাম্পে বিস্ফোরণ : মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

০৫ জুন ২০১৫,শুক্রবার

ঘানার রাজধানী আক্রায় একটি পেট্রলপাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত বুধবার রাতে এ ঘটনায় নিহতদের বেশির ভাগই প্রবল বৃষ্টিপাত এড়াতে ওই পেট্রলপাম্পটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দেশটির জাতীয় দমকল বাহিনীর মুখপাত্র প্রিন্স বিলি অ্যাঙ্গলেট জয়এফএম রেডিওকে জানিয়েছেন।

 

ওই দিন রাত ১০টার দিকে পাশের লরি টার্মিনালে লাগা এক আগুনের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। লরি টার্মিনালে লাগা আগুন পেট্রলপাম্পসহ আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা ভস্মীভূত হয়ে যাওয়া পেট্রলপাম্পটি পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং বানভাসি মানুষের ব্যাপারে কর্তৃপক্ষ সর্বাত্মক নজর রাখছে বলে মন্তব্য করেন মাহামা।

 

এ দিকে ঘানার আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েক দিনেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে শহরটির বেশির ভাগ এলাকায় পানি জমে গাড়ি ও ভবনগুলোর নিচতলা ডুবে যায়। এর মাত্র চার দিন আগে রোববার ঘানার প্রতিবেশী নাইজেরিয়ার দণি-পূর্বাঞ্চলীয় ওনিশা শহরে একটি ব্যস্ত বাসস্টেশনে জ্বালানিভর্তি ট্যাংকার বিস্ফোরণে অন্ততপক্ষে ৭০ জন নিহত হয়েছিলেন।

Leave a Reply