ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে: প্রধানমন্ত্রী
দেশকে আলোকিত করতে কাজ করে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে বিদ্যুৎ বলে জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, সেটা আমরা দিতে পারবো। গ্যাসের উৎপাদন আমরা বৃদ্ধি করছি। গ্যাস নতুন করে উৎপাদন করা হচ্ছে এবং আমরা প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ ক্রয় করছি। ঠিক সেভাবে আমরা এলএনজি নিয়ে আশা ও গ্যাসেরও চাহিদাটা পূরণ করা। এবার আমরা আরো কার্যকর পদক্ষেপ নেবো আর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হবে।’
তিনি আর বলেন, সংশ্লিষ্ট যারা কাজ করেছেন তাদের পরিশ্রমের ফলেই বিদ্যুৎখাতে সাফল্য এসেছে। গ্যাস সঙ্কট নিরসনেও পদক্ষেপ নেয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলের সমালোচনা করে বলেন, বিএনপি আন্দোলন করে সফল না হয়ে সহিংস পন্থায় নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তাতেও ব্যর্থ হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সরকার কাজ করে যাবে বলেও জানান তিনি।