ঘনিষ্ঠ আত্মীয়ের তালিকা বাড়ল: বিজয় ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধীরা

14/07/2017 6:07 pmViews: 36

ট্রাম্পের নিষেধাজ্ঞা: ঘনিষ্ঠ আত্মীয়ের তালিকা বাড়ল

 

যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা শিথিল করে ঘনিষ্ঠ আত্মীয়ের তালিকা বাড়িয়েছেন হাওয়াইয়ের ফেডারেল আদালত। ছবি: রয়টার্সমুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের কাছের অনেক আত্মীয়ই এখন যুক্তরাষ্ট্র প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়বেন না। এখন কেবল মা-বাবা-ভাইবোন নয় দাদা-দাদি বা নানা-নানিকেও ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে বিবেচনা করা হবে।

এএফপির খবরে জানা যায়, গতকাল বৃহস্পতিবার হাওয়াই অঙ্গরাজ্যের বিচারক ডেরিক ওয়াটসনের ফেডারেল আদালত এ রায় দেন। এ রায়কে বিজয় বলে মনে করছেন ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধীরা।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এর আগে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করেন। সে অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসরত এমন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক ছাড়া ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের ভ্রমণের ওপর ৯০ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। শরণার্থীদের জন্য ১২০ দিন পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়।

এই ঘনিষ্ঠ আত্মীয়র তালিকায় ছিল, মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান, ছেলে, ছেলের বউ, ভাইবোন ও সৎভাইবোন।

বিচারক ওয়াটসন বলেন, দাদা-দাদি বা নানা-নানিও পরিবারের ঘনিষ্ঠ সদস্য। তাই এই তালিকায় তাঁদের নামও থাকা উচিত।

শুধু তা–ই নয়, ওয়াটসন হোমল্যান্ড সিকিউরিটি এবং পররাষ্ট্র বিভাগকে দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি, দেবর-ননদ, শ্যালক-শ্যালিকা, খালা, চাচি, ফুফু, মামি, খালু, চাচা, মামা, ফুফা, ভাতিজা, ভাতিজি এবং চাচাতো-মামাতো বা খালাতো ভাইবোনের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জোরপূর্বক প্রয়োগ না করতে নির্দেশ দিয়েছেন। তবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি সংশ্লিষ্ট বিভাগগুলো।

Leave a Reply