ঘণ্টায় ২৮ টি সিল মাছ খায় হাঙর

05/01/2014 10:51 amViews: 144

ঢাকা: সমুদ্রে নানা ধরনের প্রাণী বসবাস করে।এখানে জোর যার মুল্লুক তার নীতি চলে। শারীরিক অবয়ব অনুযায়ী যে যাকে পারে তাকে নির্যাতন করে।এ কারণে সমুদ্রের ছোট আকৃতির মাছগুলো রীতিমত রাক্ষুসে প্রাণীর খাদ্যে পরিণত হয়।শত চেষ্টা করেও তাদের কবল থেকে মুক্ত হতে পারে না ক্ষুদ্রাকৃতির প্রাণীগুলো।

ঘণ্টায় ২৮ টি সিল মাছ খায় হাঙরকিছুদিন আগে নিউজিল্যন্ডের পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার ক্রিস ম্যাক্লেনান বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কেপটাউন অঞ্চলের সীল দ্বীপপুঞ্জে। সেখানে সমুদ্র উপকূলে তিনি দেখেন বিশাল আকৃতির সাদা রঙের হাঙর মাঝে মাঝে সমুদ্রের পানির উপর লাফিয়ে উঠছে আর ক্ষুদ্রাকৃতির সিল মাছ খাচ্ছে।ঘণ্টায় ২৮ টি সিল মাছ খায় হাঙর
কৌতুহলবশত তিনি এ দৃশ্যের অনেকগুলি ছবিও তোলেন। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে তার তোলা ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ম্যাক্লেনান বলেছেন, প্রতি ঘন্টায় বৃহদাকার আকৃতির এ হাঙর ২৮ টি সিল মাছ খায়। এসব হাঙরের ওজন একহাজার কিলোগ্রামের বেশি হবে বলেও তিনি মনে করেন।

Leave a Reply