‘ঘণ্টায় ২৪ কোটি টাকা কর আদায় করতে হবে’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, তা পূরণ করতে এনবিআরকে প্রতি ঘণ্টায় ২৪ কোটি টাকা কর আদায় করতে হবে। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শনিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
নজিবুর রহমান বলেন, ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে মাসে প্রায় ১৭ হাজার কোটি টাকা। সেক্ষেত্রে প্রতিদিন ৫৬৫ কোটি, আর ঘণ্টায় প্রায় ২৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে।
তিনি বলেন, এটি একটি সুবিশাল বাজেট এবং ২০২১ ও ২০৪১ সালের লক্ষ্য পূরণে খুবই গুরুত্বপূর্ণ বাজেট ।
এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের এই বাজেটের লক্ষ্য পূরণে নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা গণমুখী, ব্যবসাবান্ধব রাজস্ব বোর্ড হতে চাই, আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন হয়রানির স্বীকার না হয়।