গ্লোবাল ডিগনিটি অ্যাওয়ার্ড পাচ্ছেন এরশাদ
২৮ জুলাই, ২০১৫
দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে অবদানের জন্য জাতিসংঘের গ্লোবাল অফিসিয়াল ডিগনিটি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ৫ থেকে ৭ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তর থেকে পুরস্কারটি প্রদান করা হবে। জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের কাছ থেকে তিনি এই পুরস্কারটি গ্রহণ করবেন।
এই খবর নিশ্চিত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানান, পুরস্কার গ্রহণ করতে এরশাদ ২ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
বিশ্ব শান্তি, মানবাধিকার, দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।