গ্রেফতার ও নির্যাতনের আশঙ্কায় বিএনপি

09/10/2013 5:05 pmViews: 8

bnp2.thumbnailপ্রতিবেদক : গ্রেফতার ও নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। বুধবার সন্ধ্যায় নয়াপল্টানে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘যে আশঙ্কা থাকুক না কেন, আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার সংবিধানে সংযোজন করতে হবে।’

বিজভী বলেন, মুখ চিনে চিনে মানুষ খুন করা ও গ্রেফতার করাই সরকারের কাজ। আমরা প্রতিনিয়তই আশঙ্কা করছি সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালাবে। চলমান আন্দোলনকে হামলা মামলা গ্রেফতার করে নসাত্ করা যাবে না। কারণ এ আন্দোলন নির্দলীয় সরকার প্রতিষ্ঠাই নয়; মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলনও বটে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার চুড়ান্ত আন্দোলনকে বাধাগ্রস্থ করতে ইতিমধ্যে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার মাধ্যমে হয়রানির পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, সরকার অন্যায়ভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের চেম্বারে তল্লাশি চালিয়েছে। যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশের কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর অভিযোগ, একদলীয় শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত্ব করতে এবং বিরোধীদলের বাকস্বাধীনতা হরণের জন্য সরকারে তথ্য প্রযুক্তি আইন (আইসিটি) করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওহিদুজ্জামান এপোলোকে অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানান রিজভী আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাসাস সভাপতি এমএ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

Leave a Reply