গ্রেফতারের দেরিতে আদালত অবমাননা হবে না: অ্যাটর্নি জেনারেল

14/05/2014 9:25 pmViews: 7

 

৩ র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারে দেরি হওয়ায় আদালত অবমাননা হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মত ব্যক্ত করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, (আদালত অবমাননা) কেন হবে? হাই কোর্টতো কোনো সময় বেধে দেননি। আদেশে গ্রেপ্তারে কতো দিন পর্যন্ত সময় গ্রহণযোগ্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমি জানি না। আদালত বলতে পারে।

মাহবুবে আলম বলেন, নারায়ণগঞ্জের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনার পর তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি বলেন, হাই কোর্ট স্বতঃপ্রণোদিত এক রুলে বেশ কিছু অন্তবর্তীকালীন আদেশ দিয়েছিল। ওই আদেশের বিবাদীদের থেকে আমরা ৬টি প্রতিবেদন পেয়েছি।”

উল্লেখ্য, কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে গত ২৭ এপ্রিল অপহরণ করা হয়েছিল, তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

এরপর র‌্যাব-১১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ তুললে নারায়ণগঞ্জের ঘটনা তদন্তে ৫ মে দেয়া হাই কোটের্র নির্দেশে এই কমিটি গঠন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে চেয়ারম্যান করে সাত সদস্যের এই কমিটি হয়।

Leave a Reply