গ্রেফতারি পরোয়ানা হলেই বাংলাদেশ-ভারত আসামি হস্তান্তর
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহিঃসমর্পণ চুক্তির একটি ধারার সংশোধন অনুমোদন করা হয়েছে। এর ফলে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি হলে প্রমাণ উপস্থাপন না করেও দুই দেশ নিজেদের মধ্যে আসামি হস্তান্তর করতে পারবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক থেকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
শফিউল আলম বলেন, ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় এই চুক্তির ১০ (৩) ধারা সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।
সংশোধিত অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিচারিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যেকোনো দেশ যদি ঐ আসামিকে ফেরত চায়, তাহলে তাকে ফেরত দিতে হবে।
বৈঠকে পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬-এর নীতিগত খসড়া অনুমোদন করা হয়েছে।