গ্রেপ্তার আতংকে শিক্ষার্থী শূণ্য ভোলা পলিটেকনিক, উদ্ধিগ্ন অভিভাবক

06/10/2013 2:05 pmViews: 14

ভোলা সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিকের প্রায় ১১ শত শিক্ষার্থী গ্রেপ্তার আতংকে পালিয়ে বেড়াচ্ছেন। শিক্ষার্থীরা পালিয়ে থাকায় তাদের ছাত্রাবাস ও মেসগুলোতে তালা ঝুলছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত থেকে পলিটেকনিকের বিভিন্ন জেলার ছাত্ররা ওই সকল ছাত্রবাস ও মেস থেকে চলে যায়। গত ৬ দিনে ওই স্থানে কোন শিক্ষার্থীকে দেখা যায়নি। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় ইটের আঘাতে আকমল হোসেন নামের বাপেক্স কর্মচারী আহত হয়ে মারা গেলে ও শিক্ষার্থীদের বাস ভাংচুরের ঘটনায় হত্যা ও ভাংচুরের দু’টি পৃথক মামলা হয়। ওই দুটি মামলায় জ্ঞাত ও অজ্ঞাত মিলিয়ে প্রায় সাড়ে ৩ শত শিক্ষার্থীকে আসামী করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৬ শিক্ষার্থী জেল হাজতে রয়েছেন। আগামী ৮ অক্টোবর পরীক্ষা থাকা সত্ত্বেও গ্রেপ্তার আতংকে শিক্ষার্থীরা পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্ধিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকগন।
ছাত্র অভিভাবক নূর সলেমান, শাহনাজ পারভিন সহ অনেকে জানান,গুটি কয়েক উশৃঙ্খল ছাত্রে জন্য তাদের সন্তানদের ভোগান্তি হতে পারেনা।
পলিটেকনিকের ভারপাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান জানান, নিরিহ ছাত্রদের হয়রানী না করার জন্য জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মাইনুল ইসলাম জানান, নিরিহ ছাত্রদের হয়রানীর প্রশ্নই আসেনা তবে ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা।

Leave a Reply