গ্রিসে গুলিবিদ্ধ বাংলাদেশি শ্রমিকদের পাশে রাষ্ট্রদূত জসিম উদ্দিন
২০১৩ সালের ১৭ এপ্রির গ্রিসের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিয়ামানো লাজায় বাংলাদেশি শ্রমিকদের উপর বর্বরোচিত এক ঘটনা ঘটে। দেশটির রাজধানী এথেন্স থেতে ২৬৫ কিলোমিটার দূরে একটি স্ট্রবেরি ফার্মে কর্মরত ছিল ২০০ বাংলাদেশি শ্রমিক।
তাদের কেউই সময়মতো ন্যায্য বেতন ভাতা পাচ্ছিল না। বেতন চাইতে গেলে মালিক পক্ষ অর্থ না দেয়ার কথা বলে। বাংলাদেশি শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকে। একসময মালিক অস্ত্র নিয়ে হুমকি দেয়। বের হয়ে যেতে বলে কারখানা থেকে। কিন্তু তারপরও অটল অবস্থানে থাকেন শ্রমিকরা।
এমন সময় ফার্মেরই পোষা দুই কুকুরকে গুলি করে হত্যা করে মালিক। এবং হুঙ্কার দিয়ে জানায়, ‘তোদেরও ওই কুকুরের মতো করে মারবো।’
এর কিছুক্ষণ পরেই শ্রমিকদের উপর গুলি চালায়, এলোপাতাড়ি ছুটতে থাকেন সবাই। প্রায় প্রত্যেক শ্রমিক কমবেশি আহত হন। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশি শ্রমিকরাই। ৩৫ জন বাংলাদেশি গুরুতর আহত হন।
এত বড় ঘটনা চাপা থাকেনি। ছড়িয়ে গ্রিস সহ বেশ কয়েকটি দেশের গণমাধ্যমে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিন্দা জানাতে থাকে।
গ্রিসে বাংলাদেশি সংগঠন এবং স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো ফুসে উঠে। ব্রিটিশ পার্লামেন্ট থেকেও আসে নিন্দা। সাথে সাথে সাড়াবিশ্ব থেকে ‘স্ট্রবেরি শ্রমিকের রক্ত আছে’ স্লোগানে শুরু হয় আন্দোলন।