গ্রিসের অর্থমন্ত্রীর পদত্যাগ

06/07/2015 2:42 pmViews: 10
গ্রিসের অর্থমন্ত্রীর পদত্যাগ

 ০৬ জুলাই, ২০১৫

গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস পদত্যাগ করেছেন। সোমবার তার ব্যক্তিগত ব্লগে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

গ্রিসের চলমান অর্থ সংকটে ঋণ সহায়তা নেয়ার বিষয়ে যে জটিলতা চলছে ঠিক সেই সময় তিনি পদত্যাগ করলেন।

অর্থমন্ত্রী তার ব্লগে লেখেন, গণভোটের ফলাফল প্রকাশের পরই ইউরোগ্রুপের বেশ কয়েক নেতা ও সহযোগী পরবর্তী বৈঠকে আমার উপস্থিতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানান। আশা করছি, আমার অনুপস্থিতি প্রধানমন্ত্রীকে একটি চুক্তিতে পৌঁছাতে সহযোগিতা করবে।

তিনি বলেন, এ কারণেই আমি অর্থ মন্ত্রণালয় ছেড়ে যাচ্ছি। আমি মনে করি, (প্রধানমন্ত্রী) এ্যালেক্সিস সিপ্রাসকে সহযোগিতা করা আমার দায়িত্ব। যদি তিনি (প্রধানমন্ত্রী) ঠিক থাকেন তাহলে গ্রিসবাসীর গণভোটের রায় কার্যকর হবে এবং আমি গর্বের সঙ্গে ঋণদাতাদের ঘৃণা গায়ে মাখতে পারব।

প্রধানমন্ত্রী, নতুন অর্থমন্ত্রী এবং সরকারকে তিনি এ সংকট উত্তরণে সহায়তা করারও ঘোষণা দেন।

Leave a Reply