গ্রামীণ ব্যাংক বিল সংসদে উত্থাপিত

27/10/2013 6:13 pmViews: 6

grameen-bankপ্রতিবেদক : সরকারের মনোনীত পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন নিয়ে এমডি নিয়োগের বিধান রেখে বহুল আলোচিত ‘গ্রামীণ ব্যাংক বিল’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

রবিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১৫তম কার্যদিবসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘গ্রামীণ ব্যাংক আইন ২০১৩’ বিল উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, সামরিক শাসনামলে জারিকৃত সকল অধ্যাদেশ মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হওয়ায় এবং সরকারের মন্ত্রী পরিষদ সবায় বাতিলকৃত অধ্যাদেশ হালনাগাদ করে বাংলা ভাষায় নতুন আইন প্রণয়নে সিদ্ধান্ত অনুসারে দি গ্রামীন ব্যাংক অর্ডিন্যান্স ১৯৮৩ রহিত করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন ও পরিমার্জন করে এই বিল প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংক আইন ২০১৩-এর অধিনে সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এ আইনের উদ্দেশ্য পূরণ কল্পে বিধি প্রণয়ন করতে পরবে। এ আইনের কোন বিধান কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, লিখিত আদেশ দ্বারা প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

বিলে বলা হয়েছে, বোডের্র একজন চেয়ারম্যান থাকবেন যিনি সরকার নিযুক্ত পরিচালকদের মধ্যে থেকে সরকার কর্তৃক নিযুক্ত হবেন। নির্বাচিত পরিচালকদের কার্যকাল হবে ৩ বছর। কোন পরিচালক একাধিক্রমে দুই মেয়াদ পরিচালক থাকার পর ৩ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত আর পরিচালক পুণঃনির্বাচিত হতে পারবেন না।

নতুন আইনে গ্রামীন ব্যাংকের বোর্ড গঠিত হবে সরকার কর্তৃক নিযুক্ত ৩জন প্রতিনিধি এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কতৃক নির্বাচিত ৯ জন ব্যক্তি দ্বারা। তবে বিলের ১৩ দফা বলে, বোর্ডে কোন শূন্যতা বা বোর্ড গঠনে ত্র“টি থাকার কারণে বোডর্র কোন কাজ বা কার্যধারা অবৈধ হবে না।

বিলে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ প্রসঙ্গে বলা হয়েছে, বোর্ড বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন নিয়ে বাছাই কমিটির সুপারিশ কৃত ৩ জনের প্যানেল থেকে ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগ করবে। যিনি ব্যাংকের প্রধান নির্বাহী হবেন এবং অনধিক ৬০ বছর পর্যন্ত চাকুরিতে বহাল থাকতে পারবেন।এমডি নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে চেয়ারম্যান, বোডের্র সাথে পরামর্শ ক্রমে অনূন্য ৩ জন এবং অনধিক ৫ জন সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করবে।

বিধি মোতাবেক ব্যাংকের অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। এই মূলধনের ২৫% সরকার বা তার নিয়ন্ত্রিত সংস্থা বা সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হবে। বাকি ৭৫% ব্যাংকের ঋণ গ্রহীতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তবে সরকার সময় সময় ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন বৃদ্ধি করতে পারবে।

Leave a Reply